ঈদুল আযহা উপলক্ষে সরকার ঘোষিত বিশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ মে (শনিবার) দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা থাকলেও নলছিটি উপজেলার ৫০ নং নিকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র।
সকাল ১১টায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। শিক্ষার্থী কিংবা শিক্ষক কারোরই উপস্থিতি ছিল না। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এসএম সেলিম দীর্ঘদিন ধরে বরিশাল থেকে যাতায়াত করেন এবং প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। অনিয়ম নিয়ে কেউ মুখ খুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় অভিভাবক মেহেদি হাসান বলেন, “স্কুলে ভবন আছে কিন্তু শিক্ষা নেই। বাধ্য হয়ে সন্তানদের অন্যত্র পড়াচ্ছি, যদিও এই স্কুল আমাদের বাড়ির একদম পাশে।”
বেলা ১২টার দিকে সহকারী শিক্ষক ফেরদৌস সরদার বিদ্যালয়ে আসেন এবং জানান, “সকালে আমরা হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে গিয়েছি।” দুপুর ১২:৫৮ মিনিটে বিদ্যালয়ের চাবি নিয়ে হাজির হন দপ্তরি মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “স্যারেরা না থাকলে আমি একা কি করবো।
প্রধান শিক্ষক এসএম সেলিম দুপুর ১টার দিকে বিদ্যালয়ে এসে জানান, “সকালে এসে হাজিরা দিয়ে আমি মেয়েকে বরিশাল সদর গার্লস স্কুল থেকে বাসায় দিয়ে এসেছি, এখন এসে পৌঁছেছি।
তার এমন দায়সারা উত্তরে ক্ষুব্ধ হন অভিভাবকরা। এসময় অভিভাবক এরশাদ আলী অভিযোগ করেন, “প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।”
পরে বিদ্যালয়ের লাইব্রেরিতে অভিভাবকরা প্রধান শিক্ষকসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নিয়মিত উপস্থিতি না থাকা, দায়িত্বে অবহেলা ও অনিয়মের মতো নানা অভিযোগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আমরা অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে