শেরপুরের নকলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা এবং আসন্ন ঈদুল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
সভায় প্রধান আলোচক ছিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সোহেলুর রহমান, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং ঈদুল-আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে ঈদের সময় গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে পশুর হাটের কারণে সৃষ্ট যানজট নিরসন এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে