AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফুজুলল হক দেওয়ানের মৃত্যুতে সর্বমহলের শোক



সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফুজুলল হক দেওয়ানের মৃত্যুতে সর্বমহলের শোক

তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা ফুজুলল হক দেওয়ান আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তার মৃত্যুতে তজুমদ্দিনসহ পুরো ভোলা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। একজন বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী সংগঠক ও জনপ্রিয় জনপ্রতিনিধিকে হারিয়ে শোকাহত জনপদ।

দেশ স্বাধীনের পর তিনি চার চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এবং দুইবার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনের জ্যেষ্ঠ ও আস্থাভাজন নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

অত্যন্ত সদালাপী, সৎ ও উন্নয়নবান্ধব এই নেতা তার দায়িত্বকালীন সময়ে শিক্ষা, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অসামান্য অবদান রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫টা ৩০ মিনিটে সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তজুমদ্দিনবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Link copied!