মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আজ ঘোষণা করতে যাচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৩ মে) যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক এম জাহিদ হাসান রায়ের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, মামলার ২৯ জন সাক্ষী, সাতটি জব্দ তালিকা, তিনটি মেডিকেল সার্টিফিকেট এবং পাঁচ চিকিৎসকের সাক্ষ্যের ভিত্তিতে আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।
আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, “আমরা আদালতের উপর পূর্ণ আস্থা রাখছি। আমার মেয়ের মতো যেন আর কোনো শিশু এমন নৃশংসতার শিকার না হয়, সেই বার্তা দিতে সর্বোচ্চ শাস্তি চাই।”
মাগুরা নাগরিক কমিটির আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, “দ্রুত বিচার এই সমাজে বার্তা দেবে—অপরাধ করলে শাস্তি হবেই, আজ নয়তো কাল।”
গত ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আছিয়া ধর্ষণের শিকার হয়। পরদিন গুরুতর অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়।
এ ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। আন্দোলন ছড়িয়ে পড়ে মাগুরা থেকে ঢাকাসহ নানা প্রান্তে। স্থানীয় আইনজীবীরা আসামিদের কোনো আইনগত সহায়তা না দেওয়ার ঘোষণাও দেন।
মূল আসামি হিটু শেখ গত ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আজকের রায়ের দিকে তাকিয়ে আছেন আছিয়ার পরিবার, নাগরিক সমাজ এবং দেশের লাখো মানুষ।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে