চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এমদাদুল উলূম মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি ইমরান কাসেমী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ১৭ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মুফতি ইমরান কাসেমী উপজেলার ধর্মপুর ইউনিয়নের খুইন্নের বাড়ির মরহুম খায়রুল হকের পুত্র। প্রাথমিক শিক্ষার পর তিনি উচ্চতর কওমি শিক্ষার জন্য ভারত গমন করেন। মহারাষ্ট্র প্রদেশের খাদেমুল ইসলাম মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে তিনি ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসসহ সর্বোচ্চ সনদ অর্জন করেন।
দেশে ফিরে তিনি ফটিকছড়ির তালীমুদ্দীন মাদ্রাসায় প্রায় ৫-৬ বছর শিক্ষকতা করেন। এরপর মরহুম মাওলানা আবু বকর (রহ.)-এর আমন্ত্রণে তিনি ধর্মপুর এমদাদুল উলূম বড় মাদ্রাসায় যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা প্রায় ২৫ বছর তিনি সেখানে শিক্ষকতা ও দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি তিনবার বিবাহ করেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিশ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক পুত্র সন্তানের জন্ম হলেও পরবর্তীতে বিচ্ছেদ হয়। তৃতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান হয়নি।
ছাত্র ও সহকর্মীদের মতে, তিনি ছিলেন অত্যন্ত নম্র, হাস্যোজ্জ্বল ও সুন্নাতি জীবনের অনুসারী একজন শ্রদ্ধেয় আলেম। তাঁর মজবুত ইলমী অবস্থান ও সদাচরণে শিক্ষার্থীদের মাঝে ছিল বিশেষ জনপ্রিয়তা। তিনি বিভিন্ন মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মুজাহিদ কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার রাত ৯টায় ধর্মপুর এমদাদুল উলূম বড় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে