নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা।
শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার বিশনন্দী কলাপাড়া এলাকায় মেঘনা নদীর তীরে নীল কমল রিভারী রিসোর্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক হাজী শরিফুল ইসলাম, কামাল হোসেন পলাশসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় মহাসচিব মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “সমিতির কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত এবং ব্যবসায়ীদের অধিকতর সংগঠিত করাই আমাদের লক্ষ্য।”
এবারের সাধারণ সভায় সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পাঁচ শতাধিক দোকান মালিক ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজনে র্যাফেল ড্রসহ ছিল নানা আয়োজন। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ দোকান মালিক সমিতি মিটফোর্ড, বাবুবাজার ও আরমানিটোলা জোন।
যুগ্ম সম্পাদক হাজী শরিফুল ইসলাম বলেন, “প্রতি বছর বিভিন্ন এলাকায় আমরা সাধারণ সভার আয়োজন করে থাকি। এবার মেঘনার তীরে মনোরম পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, যা সবারই ভালো লেগেছে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে