AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় মানব পাচারের অভিযোগে ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ



পত্নীতলায় মানব পাচারের অভিযোগে ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ

নওগাঁর পত্নীতলায় সৌদি আরবে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ এনে একাধিক ভুক্তভোগী সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি জিয়াবাজারে এ কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পত্নীতলার অশোকানাই গ্রামের মৃত আফসার আলীর ছেলে ছানোয়ার হোসেন এবং ধামইরহাট উপজেলার শিবরামপুর (পিড়লডাঙ্গা) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রোস্তম আলী।

তারা লিখিত বক্তব্যে জানান, উন্নত জীবনের আশায় তারা সৌদি আরবে শ্রমিক হিসেবে যেতে চেয়েছিলেন। এ বিষয়ে তারা ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন, যিনি দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করেন এবং নিয়মিত লোক পাঠান বলে পরিচিত।

ভুক্তভোগীদের অভিযোগ, শরিফুল ইসলাম শুরুতে ৬ লাখ ৫০ হাজার টাকা দাবি করলেও পরে ৫ লাখ ৫০ হাজার টাকা করে দুইজনের কাছ থেকে মোট ১১ লাখ টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণ করেন শরিফুলের স্ত্রী রাফি ও শ্যালক সম্রাট।

তাদের দাবি, নির্ধারিত সময় অনুযায়ী সৌদি আরব পৌঁছালেও শরিফুল ইসলাম কাজের ব্যবস্থা না করে বরং আরও ১ লাখ টাকা করে দাবি করেন এবং হুমকি-ধামকি দিতে থাকেন। বাধ্য হয়ে পরিবার থেকে আরও ২ লাখ টাকা পাঠিয়ে দেন তারা।

এরপরও কাজ না দিয়ে তাদের মারধর ও জেলে দেয়ার ভয় দেখানো হয়। এমনকি তাদের আকামা (বাসস্থান অনুমতি) দেয়াও হয়নি। প্রায় তিন মাস এভাবে নিরুপায় অবস্থায় থাকার পর পরিবার থেকে টিকিট পাঠিয়ে দেশে ফিরতে বাধ্য হন তারা।

তারা অভিযোগ করেন, শরিফুল ইসলাম, তার স্ত্রী রাফি ও শ্যালক সম্রাট একটি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত এবং এ বিষয়ে তারা ন্যায্য বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!