নওগাঁর পত্নীতলায় নাগরিক ফোরাম ও অন্যান্য স্টোক হোল্ডারদের হুইসেল ব্লেয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডেমোক্রেসি ওয়াচ-এর বাস্তবায়নে উপজেলা সদর নজিপুরে পত্নীতলা প্রেস ক্লাবের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য আলহাজ বুলবুল চৌধুরীর সভাপতিত্বে উক্ত অন্তর্ভুক্তিকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ওয়াচ ও এনজিও সংস্থা আস্থা প্রকল্প এর জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, জেলা নাগরিক কমিটির সদস্য যতিন টপ্য, সূধির তির্কী, যুবদের মধ্যে মাসুমুল হক সিয়ামসহ অন্যান্য সুধীজন প্রমুখ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে