AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালের সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৯:৪৭ পিএম, ১৪ মে, ২০২৫

ঘোড়াশালের সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

নরসিংদীর পলাশ উপজেলার প্রধান সড়ক ঘোড়াশাল বাইপাস-ঘোড়া চত্বর সড়কটি স্থায়ী সংস্কার না হওয়ায় চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় অসংখ্য গর্ত হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানচালকদের। মৃত্যু ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করতে হচ্ছে তাদের।

এ সড়ক দিয়ে প্রতিদিন সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রাণ-আরএফএল, স্যামরি ডায়িং, জুট মিলসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের গাড়ি চলাচল করে। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও স্কুল-কলেজের যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। কিন্তু সড়কে বড় বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন।

সরেজমিনে দেখা যায়, ঘোড়াশাল বাইপাস-ঘোড়া চত্বর এলাকার প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে যায়। সড়কের উপরের পিচ উঠে অনেক জায়গায় জমেছে ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত কাদা। এমন বেহাল দশার সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান, অটোরিকশা, ট্রলি, ট্রাকসহ কয়েক শতাধিক যানবাহন চলাচল করছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে এসব যানবাহন।

অটোরিকশাচালক মজিবুরর রহমান জানান, এটি সড়ক, নাকি খাল, বোঝাই যায় না। অনেক ভয় নিয়ে সড়ক পার হতেন আগে। এখন বড় গর্ত ও পানি থাকায় এ সড়ক দিয়ে রিকশা নিয়ে যাওয়া যায় না। যাত্রীরা এখন আর এই সড়কে আসতে চায় না। তাই উপার্জনও কমে গেছে।

সড়কের পাশের ব্যবসায়ী আবদুল্লাহ মারুফ বলেন, ‘আমার দোকানের সামনে বড় বড় গর্ত, বৃষ্টি হলে পানি জমে, বৃষ্টি না হলে প্রচুর দুলাবালু উড়ে ও যানবাহনের প্রকট শব্দে সমস্যা হচ্ছে। ক্রেতারা এই সড়ক দিয়ে দোকানে আসছে না। পণ্য বিক্রি কমে গেছে। ব্যবসা টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে গেছে।

আলাউদ্দিন নামে এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, আগে ফ্যাসিস্ট সরকারে জনপ্রতিনিধিরা উন্নয়নের বুলি উড়াত কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করেনি। ৩ বছর ধরে রাস্তাটির বেহাল দশা। মানুষজন অসুস্থ হলে হাসপাতালেও নেয়া যায় না। এখন তো তারা পালিয়েছে। এখন সংস্কার না হলে আর কবে সংস্কার হবে এই রাস্তা?’

শিক্ষার্থী শাওন, রাফসান ও অভিভাবকরা জানান, এ  সড়ক দিয়ে কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। বিভিন্ন স্থানে গর্তে পানি জমে থাকে। আর এ গর্তে জমে থাকা কাদাপানি ছিটকে পড়ে পোশাক নষ্ট হয়। অবস্থা এতই খারাপ যে, হেঁটেও চলা যায় না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌর সভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক মো. আবু বকর সিদ্দিকী একুশে সংবাদকে জানান, সড়কটি সংস্কারের জন্য নরসিংদী  প্রশাসনের সমন্বয় সভায় আলোচনা করা হবে।

নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি একুশে সংবাদকে জানান, এই সড়কটি পরিদর্শন করা হয়েছে, খুব শীগ্রই ঠিকাদারের মাধ্যমে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!