AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন



রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

রাজবাড়ীত শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। বুধবার (১৪ মে) সকাল পৌনে ১১টায় জেলা শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মেলায় অংশ নিয়েছে ৩৫টি স্টল, যেখানে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেছেন। প্রতিটি স্টলেই ছিল বিজ্ঞানভিত্তিক সৃজনশীল চিন্তার পরিচয়।

মেলায় রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের দুটি ভ্রাম্যমাণ বিজ্ঞান বাস। একটি বাসে বিজ্ঞান প্রদর্শনী ও অন্যটিতে চলছে ৪ডি মুভি শো, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আগামীকাল মেলার শেষ দিনে অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Shwapno
Link copied!