AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী রেকর্ড



চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী রেকর্ড

চুয়াডাঙ্গায় বিরামহীন দাবদাহে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। শনিবার বিকেল ৩ টার সময় চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সবচেয়ে তীব্র তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ।

এর আগে বেলা ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রী সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ২৯ শতাংশ। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রী সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ ছিল।

গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। তাদের রোজগারের তাগিদে রোদ আর দাবদাহ উপেক্ষা করেই রাস্তায় বের হতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামের অটোরিকশা চালক রশিদুল ইসলাম বলেন, "তীব্র রোদ গরম অপেক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি যাত্রীর আশায়, কিন্তু রাস্তায় কোন মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না।"

পথচারী আব্দুর রহিম বলেন, "এতো রোদ গরমে বাইরে বের হওয়া যাচ্ছে না। খুব জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছি। কিন্তু রাস্তায় দাঁড়ালে মনে হয় আগুন ঝরছে। মাথা গরম হয়ে চোখে ঝাপসা দেখছি, মুখ পুড়ে যাচ্ছে।"

এই অস্বাভাবিক গরমে শ্রমজীবী মানুষের পাশাপাশি শিশু, বৃদ্ধ এবং অসুস্থরাও চরম দুর্ভোগে পড়েছেন। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ঘামজনিত সমস্যার রোগী বাড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জেষ্ঠ কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, "শনিবার জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।"

 

একুশে সংবাদ/ চু.প্র/এ.জে

Shwapno
Link copied!