প্রচন্ড গরম ও লোডশেডিঙ্গে একটি পোল্ট্রি খামারের চার শতাধিক বয়লার মুরগী মারা গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে খামার মালিক সাংবাদিক আল আমিন তালুকদার। শুক্রবার দুপুরে পৌর সদরের দেওয়ানবাজার এলাকায় আল আমিন তালুকদারের পোল্ট্রি ২হাজার মুরগির শেড থেকে ১কেজি ৮০০ গ্রাম ওজনের চার শতাধিক মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আল আমিন গত বছর থেকে দেওয়ান বাজারের পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। শুক্রবার প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বার বার ফোন দিয়ে কোনো সাড়া পাননি ঐ খামার-মালিক।
বেলা ২টার দিকে মুরগিগুলো মারা যায়। খামার-মালিকের ভাগ্নে সাকের খান বলেন, প্রচণ্ড গরমে পূর্ব ঘোষণা ছাড়া বৃহস্পতিবার রাত দুইটা থেকে রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় আমাদের ৪ শতাধিক মুরগি মারা যায়। এতে অপূরণীয় ক্ষতি হয়। বাকি১৫শত মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়ায় বিক্রির অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি অবগত করলেও বিদ্যুৎ অফিসের লোকজন কোনো ব্যবস্থা নেননি।
মদন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রফিকুল ইসলাম জানান বিদ্যুতের সাবস্টেশনে কাজ করার জন্য ঐ সময়টুকু বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতজনকে জানানো হয়েছে। তবে যে কোনো কারণে হয় তো তাকে জানানো সম্ভব হয়নি।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

