মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামের এক এনজিও কর্মীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার জনৈক আবুল বাশারের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা পারুরিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন জনসেবা ক্ষুদ্র সমবায় সমিতি (এনজিও) চাকরি করতেন। সেই সুবাদে সিংগাইর পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করে আসছিলেন। এর মধ্যে স্ত্রীর সাথে বিভিন্ন সময় বিবাদ লেগে থাকত। তারই জের ধরে তিনি বুধবার দিবাগত রাতের কোনো এক সময় রুমের সিলিং ফ্যানের সাথে সবুজ রংয়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে |
একুশে সংবাদ/মা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :