‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে- নওগাঁর পত্নীতলায় ‘রক্তদান মানব কল্যাণ সংস্থার’ আয়োজনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ চাইনিজ রেস্স্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে দিবসটি সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ‘রক্তদান মানব কল্যাণ সংস্থার’ প্রতিষ্ঠাতা সভাপতি এ.জেড মিজান।
তিনি বলেন, ‘সারা দেশের থ্যালাসেমিয়া রোগীদের আমি সেবা করতে চাই। এ জন্য ব্লাড ডোনারদের মানবিক ভাবে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তি উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ডোনারের মাধ্যমে রক্তদান করানো হয়েছে দেশ-বিদেশের রোগীদের। ভারত ও পাকিস্তানের রোগীদের রক্তদান ব্যবস্থা করা হয়েছে।’
এ সময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুল বারী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ রায়হান শাহীন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর পৌর বিএনপির নেতা আল আমিন কবির জামাল, নজিপুর বাস স্ট্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী রয়েল, দিবর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাফায়াত, ব্যবসায়ী মাসুম, শরিফুল ইসলাম তুহিন, মিজানুর রহমান, ফিরোজ মান্নান বিপ্লব, তামিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘রক্তদান মহৎ কাজ। রক্তের বিনিময়ে একজনের প্রাণ বাঁচাতে পারে। তেমনিভাবে থ্যালাসেমিয়া রোগিদের নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। এ রোগের চিকিৎসা তেমন নেই, রক্তদানের মাধ্যমে মূলত রোগিদের বেঁচে থাকা সম্ভব। তাই আমরা মানুষ হয়ে মানুষকে বাঁচাতে রক্তদান করব।’
এ সময় রক্তদাতা ও রক্ত গ্রহীতাগণ এবং থ্যালাসেমিয়া রোগে অসুস্থ রোগীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

