চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজন দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী দুদক কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন দুদক রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি জানান, বিআরটিএ কার্যালয়ের সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনজন দালালকে লাইসেন্স বাবদ ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা আদায় করার সময় হাতেনাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, আদায়কৃত অর্থের একটি অংশ তারা বিআরটিএ কর্মকর্তাদের দিতেন বলেও দাবি করেছেন দুদক কর্মকর্তা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তারা।
আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

