পঞ্চগড়ে ২০২২ সালের ডিসেম্বরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী, দুই সাবেক সাংসদ, তৎকালীন জেলা প্রশাসক, চার পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০০-৮০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী শিরিন আক্তার।
মঙ্গলবার (৬ মে) বিকেলে গণমাধ্যেমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় আদালতের পিপি মো. আদম সুফি সোমবার (৫ মে) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক এসএম শফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে এজাহার হিসেবে গ্রহণ করতে সদর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
নিহত আরেফিন বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তৎকালীন প্রশাসন ও পুলিশের পরোক্ষ মদদে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
আহতের মধ্যে আরেফিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই পরিবার এটি ‘হত্যা’ হিসেবে দাবি করে আসছিল। মামলা দায়ের করতে এতদিন বিলম্বের বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওহাব আনসারী জানান, তৎকালীন সরকারের ভয়ের কারণে মামলা করা সম্ভব হয়নি।
পঞ্চগড় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আদম সুফি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই মামলার প্রেক্ষিতে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :