কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ট্রাক্টর (কাঁকড়া) গাড়ি থেকে ছিটকে পড়ে একজন যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া (মন্ডলপাড়া) গ্রামের মো. ছবর আলীর ছেলে আমজাদ হোসেন (২৩)
স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, সোমবার (০৫ মে) সকাল ১১ টার দিকে চলন্ত কাঁকড়া গাড়ি থেকে পড়ে গিয়ে নিহত হন তিনি।
নিহত আমজাদ হোসেনের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার স্বামী পেশায় একজন কাঠ মিস্ত্রি। কাজ না থাকায় কাঁকড়া (ট্রাক্টর) গাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতে যায়। আজ শুনি আমার স্বামী গাড়ি থেকে পড়ে মারা গেছে। এবিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
এবিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, কারো প্রতি কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করায় লাশ ভিকটিমের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।"
একুশে সংবাদ/কু.প্র/এ.জে