বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তির চাঁপাইনবাবগঞ্জ আড়াই’শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরণের নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছেন ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব-এর জেলা সভাপতি ডা. ময়েজ উদ্দিন।
আজ সোমবার দুপুরে হাসপাতালের হলরুমে আয়োজিত ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম জেলা কমিটির যৌথ সংবাদ সম্মেলনে নিন্দা ও শাস্তির দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ড্যাব সভাপতি বলেন, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ আড়াই’শ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের রুমে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরণ করেন। তারা কোনো প্রোটোকল অনুসরণ না করে হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীদের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টেন্র হার্ডকপি ও সফট কপি দাবি করেন। তখন তাদের তথ্য অধিকার আইনের নিয়ম অনুযায়ী আসতে বললে তারা অস্বীকৃতি জানান। একপর্যায়ে তারা হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ইসমাইল হোসেনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অসদাচরণ করে হুমকি দেন।
এ ঘটনায় ড্যাব ও এনডিএফ ওই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আরএমও ডা. আব্দুস সামাদ, এনডিএফ সভাপতি ডা. এ.কে এম মহিউদ্দিন, ডা. মাহফুজার রহমান, ডা. ইসমাইল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ৮ দফা দাবি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে যান এবং কথাবার্তার একপর্যায়ে একজন চিকিৎসকের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :