বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ঐতিহ্যবাহী হাটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা।
শনিবার (০৩ মে) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির এই প্রতিযোগিতাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সম্রাট মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মো. আল-আমিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. ওমর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হাসান রাজা, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বাবু এবং মো. সজিব মিয়াসহ আরো অনেকে।
প্রতিযোগিতায় বিভিন্ন স্থানীয় দল অংশগ্রহণ করে এবং চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। দর্শকরা দারুণ উৎসাহ নিয়ে খেলা উপভোগ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রতিযোগিতায় বিজয়ী দলকে একটি রেফ্রিজারেটর এবং রানারআপ দলকে একটি রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তার স্মৃতিকে সম্মান জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে কোকোর অবদান অনস্বীকার্য। তার স্মরণে এই কাবাডি প্রতিযোগিতা যুবসমাজকে অনুপ্রাণিত করবে।
ক্রীড়া আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। কোকো স্মরণে এই আয়োজন যুবকদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াবে। এ ধরনের প্রতিযোগিতা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখব যাতে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হয় এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।’
স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :