AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবাদ সংগ্ৰহ করার সময় সাংবাদিক আহত : আটক ১



সংবাদ সংগ্ৰহ করার সময়  সাংবাদিক আহত : আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।

রবিবার(৪ মে  ) বিকেল আনুমানিক ৩টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত ‘প্রতিরোধ স্তম্ভ’দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা।

আহত মিলন বিশ্বাস হৃদয় জানান, প্রতিরোধ স্তম্ভ ঘিরে কারা ব্যবসা করছে তা জানার জন্য আমরা সেখানে যাই। ছবি তোলার পর স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ সালাউদ্দিন, জাকির হোসেন ও আরও ৫-৬ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং আমাদের একটি দোকানের ভেতরে আটকে রাখার চেষ্টা করে। পরে সহকর্মীরা এসে আমাদের হাসপাতালে নিয়ে যান।

হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, এই হামলার নেপথ্যে থাকা সালাউদ্দিনের নামে ছাত্র হত্যার মামলা রয়েছে, যা থেকে মাত্র দুই দিন আগে সে জামিনে মুক্তি পেয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিরোধ স্তম্ভটি সালাউদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে এবং সেখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। প্রশাসন প্রতিবছর একটি নির্ধারিত দিনে সেখানে ফুল দিয়ে দায়িত্ব শেষ করে। বাকি সময় এটি সন্ত্রাসীদের দখলে থাকে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, ফতুল্লা প্রেস ক্লাব, রূপগঞ্জ প্রেস ক্লাব, সোনারগাঁ প্রেস ক্লাব, আড়াইহাজার প্রেস ক্লাব, বন্দর প্রেস ক্লাবসহ নারায়ণগঞ্জের সকল জেলা-উপজেলার সাংবাদিক সংগঠনর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

 


একুশে সংবাদ/না.প্র/এ.জে

Shwapno
Link copied!