AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ উদ্বোধন



কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হস্তশিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় তিনটি ট্রেডে মোট ৭০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে প্রাথমিক কিটস বিতরণসহ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

রবিবার (৪ মে) পৌর মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছ। তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিতে পৌরসভা সব সময় কাজ করে যাবে।

 

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Shwapno
Link copied!