নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
গত ১ মে উপজেলার বানিসর বাজার সংলগ্ন “বালুবাজার কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল” মাঠে আয়োজিত এক জনসভায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্দা উপজেলা জামায়াতের আমীর ডা. মাওলানা মো. আমিনুল হক বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের কল্যাণে নিবেদিত ও আস্থা অর্জনকারী নেতাদেরকেই চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
সমাবেশে পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস খান-কে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়া পূর্বেই ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন:
৫নং গনেশপুর: আমিনুল ইসলাম
৬নং মৈনম: শাহাদত হোসেন
৭নং প্রসাদপুর: মোয়াজ্জেম হোসেন
৮নং কুসুম্বা: আমজাদ হোসেন
১২নং কাঁশোপাড়া: হারুন-অর-রশিদ
১৩নং কসব: আতাউল হক
১৪নং বিষ্ণপুর: শামসুদ্দিন হোসেন
তবে ২, ৪, ৯, ১০ ও ১১ নং ইউনিয়ন এ এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে অল্প সময়ের মধ্যেই এসব ইউনিয়নেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
৪নং মান্দা সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা তোফাজ্জল হোসেন, ৯নং তেঁতুলিয়ায় মোখলেছুর রহমান কামরুল এবং ১০নং নূরুল্যাবাদে জায়েদুর রহমান মাস্টার জামায়াতের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, এদের কেউ হয়তো পুনরায় দলীয় মনোনয়ন পেতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী পরানপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মাছির উদ্দিন এবং আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব আলম মিঠু, সেক্রেটারী আব্দুল হামিদ ও উপজেলা বাইতুল মাল সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সমাবেশে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :