AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় একলাখ বৃক্ষরোপণসহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্যোগে ইউএনও’র সম্মতি



পত্নীতলায় একলাখ বৃক্ষরোপণসহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্যোগে ইউএনও’র সম্মতি

নওগাঁর পত্নীতলা উপজেলায় এক লক্ষ বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন সম্মতি দিয়েছেন। উপজেলার স্থানীয় সামাজিক সংগঠন "পত্নীতলা উপজেলা সমিতি (পউস)" এর প্রতিষ্ঠাতা মু. হাবীব সাত্তির নেতৃত্বে অন্তত ১০টি সামাজিক সংগঠনের প্রতিনিধি দল ইউএনওর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় আগামী বর্ষা মৌসুমে উপজেলা জুড়ে এক লক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ, নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি গ্রন্থাগারের সাথে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব স্থাপন এবং একটি পুকুর বা সুইমিং পুল নির্মাণ করে শিশুদের সাঁতার শেখানোর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উপস্থাপন করা হয়। ইউএনও এসব সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে সম্মতি জানান এবং প্রয়োজনীয় ফান্ড বরাদ্দে সহায়তার আশ্বাস দেন।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ও ভাঙা রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এই বৈঠকের মাধ্যমে পত্নীতলায় টেকসই উন্নয়ন ও সবুজায়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!