ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল (০১ মে) বৃহস্পতিবার বিকাল ৩ টায় শিবগঞ্জস্থ জমিয়ত কার্যালয়ে ওয়ার্ড শাখার আহবায়ক হাফিজ আদনান উদ্দিন এর সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় কাউন্সিলটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বর্তমান সমাজ ইসলাম বিদ্বেষ ও সেকুলারিজমের দিকে ধাবিত হচ্ছে, তাই ছাত্র জমিয়তের কর্মীরা সমাজের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, এবং শাহপরান থানা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ শায়খুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসউদুর রহমান সালিম, সরকারি মাদ্রাসা বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, কোতোয়ালি থানা শাখার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, আহনাফ আহমদ প্রমুখ।
কাউন্সিলে হাফিজ আদনান উদ্দিনকে সভাপতি, মাহফুজুর রহমান (মোল্লা) কে সাধারণ সম্পাদক এবং হাফিজ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত শাহপরান থানা সাধারণ সম্পাদক মীর আইনুল হক।
একুশে সংবাদ// সি.প্র// এ.জে
আপনার মতামত লিখুন :