AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের নিষ্ক্রিয়তায় ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সোনারগাঁবাসী



পুলিশের নিষ্ক্রিয়তায় ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সোনারগাঁবাসী

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী দখল ও মাদক ব্যবসার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন। ভুক্তভোগীরা বারবার পুলিশকে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায়, বৃহস্পতিবার (১ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চৌরাস্তা এলাকায় সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে পরিবেশক সমিতির সভাপতি মো. রেজাউল করিম রাজা বলেন,"দীর্ঘ ২০ বছর ধরে পরিবেশক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। আজ আমাদের গোডাউনের তালা ভেঙে ডাকাতি হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে। আমরা আর সহ্য করব না। ছিনতাই কিংবা হামলার ঘটনা ঘটলে দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলব।"

তিনি আরও অভিযোগ করেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন,"ছিনতাইকারীদের ভয়ে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। চাপাতি, ছুরি, পিস্তল দিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়ে সবকিছু ছিনিয়ে নেয়। আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই।"

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সোনারগাঁ থানায় গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মো. আজিজুল হকসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

 

একুশে সংবাদ// না.প্র.//এ.জে

Shwapno
Link copied!