মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সচেতনতা ও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিওরি গ্রামের মন্ডলপাড়ায় সালাম মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুর রহমান জানান, “অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।”
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
একুশে সংবাদ//মা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :