প্রতিবছর এপ্রিল মাসে গ্রীষ্মপ্রধান এলাকায় তাপপ্রবাহ ‘আপন রূপে’ দেখা দেয়। তবে এই বছর চুয়াডাঙ্গায় এপ্রিল মাসে গরমের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল। গত বছরের এপ্রিলের ৩০ তারিখে চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্থানীয়দের জন্য এক মহা চ্যালেঞ্জ ছিল। কিন্তু এবারের এপ্রিল মাসে তাপমাত্রা অনেকটাই সহনশীল ছিল।
এবং ৩০ এপ্রিল, বুধবার বেলা ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের তুলনায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস কম। সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল ৭৯%, যা গত বছরের একই সময়ে ১২% ছিল।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যালোচনা অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত এপ্রিল মাসে এই বছর সবচেয়ে কম তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। গত বছর ৩০ দিনের মধ্যে ২৫ দিনই তাপপ্রবাহ ছিল, যার মধ্যে ১৪ দিন ছিল প্রচণ্ড তাপপ্রবাহ। তবে এ বছর তাপপ্রবাহের সংখ্যা কম ছিল এবং তীব্রতা অনেক কম ছিল।
এ বছরের বিশেষত্ব হলো, জেলা মোট ৯ দিন তাপপ্রবাহ অনুভব করেছে। এর মধ্যে ৭ দিন ছিল মৃদু এবং ২ দিন ছিল মাঝারি তাপপ্রবাহ। এবারের তাপমাত্রা কম হওয়ার প্রধান কারণ ছিল বৃষ্টিপাত, যা এ বছরের এপ্রিল মাসে ৭০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে, যা গত বছরের ২ মিলিমিটারের তুলনায় অনেক বেশি। চুয়াডাঙ্গার বৃষ্টিপাতের পরিসংখ্যান এই অঞ্চলের তাপমাত্রার সঙ্গে ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর ও মধ্যপ্রদেশের আবহাওয়ার সামঞ্জস্য নির্দেশ করে।
বৈশ্বিক এবং স্থানীয়ভাবে সৃষ্টি হওয়া বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের কারণে তাপপ্রবাহের তীব্রতা কমে গেছে। আবহাওয়াবিদরা মনে করছেন, বজ্রঝড়ের ফলেই গরম কমে গিয়ে তাপমাত্রা সহনশীল পর্যায়ে এসেছে।
এভাবে এবারের এপ্রিলের গরম আগের বছরের তুলনায় অনেক বেশি সহনশীল ছিল এবং চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে কম তাপপ্রবাহ।
একুশে সংবাদ//চু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :