মহান মে দিবস এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১ ও ২ মে (বৃহস্পতিবার ও শুক্রবার) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে, এই সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী বৃহস্পতিবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৩ মে) সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। এই সময় বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ//য.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :