আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের দুইটি গ্রুপ পৃথকভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মূল দলের উদ্যোগে সাবরেজিস্ট্রি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দিকুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম মৃধা, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আহসান হাবীব, সদস্য সচিব ফোরকান খলিফা ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান বাবু।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের বিষয়ে গুরুত্বারোপ করে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
অপরদিকে, বিএনপির কার্যালয় থেকে দলের অপর একটি শ্রমিক দল ব্যানারসহ র্যালি বের করে। র্যালিটি সমাবেশে মিলিত হয় এবং সেখানে বক্তব্য রাখেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, সাবেক পৌর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বিএনপি নেতা আবদুস সোবাহান ও মোহাম্মদ নেছার রাড়ি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুই গ্রুপের পৃথক আয়োজনের মাধ্যমে গলাচিপায় দিনটি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
একুশে সংবাদ//প.প্র//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

