উজিরপুরে অপুষ্ট শিশুদের পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে এক পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় বরিশালের উজিরপুর উপজেলা মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, যিনি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজী, সিআরএসএস কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পুষ্টি মেলায় অপুষ্ট শিশুদের মা ও যত্নকারীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও খাদ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, এই কার্যক্রমের লক্ষ্য হলো কমিউনিটিতে অপুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মায়েদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা।
ইউএনও মোঃ আলী সুজা বলেন, “শিশুদের ভবিষ্যৎ গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম। এমন কার্যক্রম তাদের সঠিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”
ওয়ার্ল্ড ভিশন ও সিআরএসএস এর কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
একুশে সংবাদ//ব.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :