কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, চড়িয়া কান্দিপাড়া গ্রামের জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
এ ঘটনায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ধর্ষনের শিকার ঔ নারী দীর্ঘ ৫ বছর যাবৎ তাদের গৃহপরিচারিকার কাজ করে আসছিল। বাবা ও ছেলের ধর্ষনে মেয়েটি ২ মাসের গর্ভবতী হয়ে পরে। এ ঘটনায় ধর্ষীতার মা রোজিনা খাতুন পৃথক দুটি ধর্ষনের অভিযোগ দায়ের করলে, অভিযোগের ভিত্তিতে তাদের বাবা ছেলে দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ//সি.প্র//এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
