সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩,৯৭৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২।
র্যাব জানায়, শনিবার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৬,১২৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে মোঃ খোকন মিয়া (৫৫)।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১২ মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
