চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার। তারা হলেন, মোঃ হৃদয় (১৮), মোঃ তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) এবং শাহেদ মোল্লা (১৭) কে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলার কাঁশারা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার কাশারা এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য মোঃ হৃদয় (১৮), মোঃ তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) এবং শাহেদ মোল্লা (১৭)`কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
একুশে সংবাদ///র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

