AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান দানিশ ইন্তেকাল করেছেন



চট্টগ্রামের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান দানিশ ইন্তেকাল করেছেন

চট্টগ্রামের ইসলামী শিক্ষাঙ্গনের অন্যতম প্রখ্যাত আলেম, পটিয়ার ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইসলামিয়ার দীর্ঘদিনের মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান দানিশ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকায় সফররত অবস্থায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর।

প্রবীণ এই আলেম প্রায় চার দশকের বেশি সময় ধরে হাদিসের দরস দিয়ে আসছিলেন পটিয়া আল জামিয়া আল ইসলামিয়ায়। তবে মাদরাসার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে গত বছর তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। এরপর পটিয়ার সাবেক পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযা প্রতিষ্ঠিত জামিয়াতুন নূর মাদরাসায় খণ্ডকালীন মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা দানিশের পিতা ছিলেন সূফি মুখলেচুর রহমান। তিনি ৩ ভাই, ১ বোন, স্ত্রী, সন্তান-সন্ততি ও নাতি-নাতনি রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া উত্তরপাড়া গ্রামে।

শুধু ইসলামী জ্ঞানেই নয়, আরবি সাহিত্য ও কাব্যে তার দখল ছিল অসাধারণ। তিনি একজন দক্ষ আরবি সাহিত্যিক ও কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার লেখা আরবি কবিতা ও গদ্য দেশ-বিদেশের অনেক মাদরাসায় পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আলেম সমাজ ও সাহিত্যিক মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ পৌঁছানোর পর জানাজার সময় নির্ধারণ করা হবে। তাকে নিজ গ্রাম ছোট বেতুয়ায় দাফন করা হবে।

 

একুশে সংবাদ//ফ.চ.প্র//এ.জে

Link copied!