মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মামলায় দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা ও অবৈধ বালু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালমহাল এর তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক দুইটি মামলায় দুইজনকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ বালু বোঝাই ট্রাক বালুসহ জব্দ করা হয়েছে।
এছাড়া ইজরাদার হাইকোর্টের রায় না পাওয়া পর্যন্ত তফসিলের বাইরে লাংলিয়া ছড়া থেকে বালু উত্তোলন করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

