কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাস স্ট্যান্ডের অদূরে তালতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর পৌরসভার তালতলা এলাকায় দ্রুতগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকচালক রাব্বি (২৫) আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাব্বি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মোশাররফ হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, “আজ দুপুরে তালতলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
একুশে সংবাদ//মি.কু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :