সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় গাঁজা বহনকৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাড়ির বডির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল ৭৮ কেজি গাঁজা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার খালকুলা বাজারের পূর্ব পার্শ্বে একটি সাদা-নীল রঙের পিকআপ গাড়ি সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। প্রাথমিক তল্লাশিতে কিছু না পেয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, “পরবর্তীতে তদন্তে জানা যায়, গাড়িটির বডির নিচে চেচিসের উপর বিশেষ কায়দায় গাঁজা লুকানো হয়েছে। বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নকে জানানো হলে পুলিশ সুপার শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে এসে তল্লাশি পরিচালনার নির্দেশ দেন।”
তল্লাশির একপর্যায়ে গাড়ির বডির ভিতরে লুকানো অবস্থায় খাকি রঙের কসটেপ ও নীল পলিথিনে মোড়ানো বিভিন্ন আকারের মোট ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
