সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার বিচার এবং হামলাকারীদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরাই হাজীপুর গ্রামে সাংবাদিক শাহীন খাঁনের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন তার আত্মীয় শামীম উদ্দিন খাঁন।
লিখিত বক্তব্যে শামীম উদ্দিন বলেন, “গত ১৫ মার্চ সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খাঁনের ছোট ছেলে, স্থানীয় সাংবাদিক শাহীন খাঁনকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব সেরাল, হাফিজুর, ইউসুফ ও আরাফাতসহ একদল সন্ত্রাসী অতর্কিতভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। শাহীন খাঁনের নিজস্ব ডিপ টিউবওয়েলের পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার দু’টি হাত ও একটি পা ভেঙে যায়।”
তিনি আরও জানান, “পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিরা পাল্টা এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।”
ভুক্তভোগী পরিবার হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :