যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী বাবু (৪৩)–কে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৬ এপ্রিল) রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক বাবু যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার ফারুক হোসেনের ছেলে।
র্যাব জানায়, বাবু দীর্ঘদিন ধরে যশোরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ২০১৭ সালে ১২৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি ১১ মাস কারাভোগ করেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক ছিলেন।
মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত র্যাব তার অবস্থান নিশ্চিত করে তাকে আটক করে।
র্যাব আরও জানিয়েছে, বাবুর বিরুদ্ধে বর্তমানে একটি হত্যা মামলা ও একটি মারামারির মামলাও বিচারাধীন রয়েছে। তিনি যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত এবং তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই আতঙ্কে ছিলেন।
আটকের পর বাবুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

