প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হলো নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোকছেদুল হক সিরি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ফারুক। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম ও রমজান আলী সরদার নির্বাচিত হন।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৬টায় উপজেলার নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক।
এর আগে সকাল ১০টা থেকে নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে দুপুর ৩টা পর্যন্ত। উপজেলার ১১টি ইউনিয়নের ৭৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৬৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য এমদাদুল হক।
সভাপতি পদে তিনজন প্রার্থী — মোকছেদুল হক, নওশাদ আলী বিশ্বাস ও আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে লড়াই করেন আবদুল্লাহ আল ফারুক, আবু ইউসুফ ও তোফাজ্জল হোসেন। সাংগঠনিক সম্পাদক দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন প্রার্থী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নজমুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক এবং যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা দিন কয়েক ধরে শহর ও গ্রামে মাইকিং করে প্রচারণা চালান, এতে সম্মেলনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তৃণমূল পর্যায়ে।
তবে এ সম্মেলনকে ঘিরে বিরোধিতাও দেখা গেছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী খাজা নাজিবুল্লাহ্ চৌধুরীর সমর্থকরা ভোট বর্জনের ঘোষণা দিয়ে সম্মেলন প্রত্যাখ্যান করেন। গত ১৩ এপ্রিল তাঁরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে পত্নীতলা উপজেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
