নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইউনুস আলী (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডম এলাকা থেকে তাকে আটক করা হয়।
পত্নীতলা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করেন। তিনি উপজেলার পাটিচরা ইউনিয়নের হেলেঞ্চা ডাংগি গ্রামের বাসিন্দা এবং মৃত কফিল উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, “আটককৃত ইউনুস আলীর বিরুদ্ধে জিআরভুক্ত চারটি গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :