AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফটিকছড়ির শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা ১৩ কৃতি শিক্ষার্থী পেল পুরস্কার


Ekushey Sangbad
আসগর সালেহী, চট্টগ্রাম
০৬:৫৪ পিএম, ২৯ জুলাই, ২০২৫

ফটিকছড়ির শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা  ১৩ কৃতি শিক্ষার্থী পেল পুরস্কার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার এবং মোটরসাইকেল চালিয়ে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহরুল হক হল রুমে ‍‍`পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI)‍‍` এর আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এসইডিপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

ইউএনও বলেন, "এখন থেকে ফটিকছড়ির কোনো প্রাথমিক, মাধ্যমিক কিংবা কলেজ পর্যায়ের শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে কোনো শিক্ষার্থী মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয় বা কলেজে যাতায়াত করতে পারবে না। বিষয়টি বাস্তবায়নের জন্য অচিরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়াল নির্দেশনা জারি করা হবে।"

তিনি আরও বলেন, "যদি কেউ নির্দেশনা অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান সরাসরি উপজেলা প্রশাসনকে অবহিত করবেন। এরপর সংশ্লিষ্ট অভিভাবককে তলব করে শুনানি নেওয়া হবে।" এ সময় তিনি অভিভাবকদের সচেতন করতে সমাবেশ আয়োজনের নির্দেশও প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা। সঞ্চালনায় ছিলেন জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার একরামুল হক।

এছাড়া বক্তব্য দেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মো. মাসুদ, শিক্ষানুরাগী আহমেদ আলী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম ও জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ খোরশেদুল আলম, শিক্ষক মো. কামরুল হায়দার, মির্জা মো. বখতিয়ার উদ্দীন, আ.ও.ম ফারুক হোসাইন ও তৌহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!