বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী বাইতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আস-সুন্নাহ একাডেমীর হল রুমে দরিদ্র ও অসহায় প্রায় দেড় শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যাকাত ফান্ড থেকে প্রতি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়।
২০২৫ সালের এই মহতী উদ্যোগে অর্থায়ন করেছেন সৌদি নাগরিক শায়খ আবু মুসা আল ক্বহতানী। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন শাইখ সাইফুল্লাহ আল মামুন মাদানী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাফালবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নাছরুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল বাশার মো. ইউনুস। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানান।
ঈদুল ফিতরের ঠিক আগে দরিদ্র পরিবারগুলোর মাঝে নগদ অর্থ বিতরণ করায় তারা আনন্দিত হয়েছে এবং এই সহায়তা তাদের ঈদ আনন্দকে আরও পরিপূর্ণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একুশে সংবাদ// এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

