ফিলিস্তিনের নারী-শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৪ মার্চ) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
ফিলিস্তিনের নারী-শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে একটি মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন আইনজীবি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম শরীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, হাফেজ মাহাদি হাসান প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :