ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় জেলের নৌকা ডুবে রায়হান মল্লিক নামের ১০ বছরের এক বালক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার গৌরিপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মফিজুর রহমান। নিখোঁজ রায়হান মল্লিক ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। এ ঘটনায় নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় নৌকায় থাকা বিপ্লব হাওলাদার নামের অপর আরেকজন জেলে আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, নলছিটির পৌর এলাকার গৌড়িপাশা গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীতে আজ সকাল ছয়টায় মাছ ধরা নৌকার সাথে ঢাকা থেকে বরগুনা গামী লঞ্চের সংঘর্ষে নৌকাটি দিখন্ডিত হয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ১০ বছর বয়সী বালক রায়হান মল্লিক নিখোঁজ রয়েছে।
সকাল ছয়টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো রায়হান মল্লিক।
জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়।লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে বিপ্লব হাওলাদার সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও রায়হান নদীতে নিখোঁজ হয়।
নিখোঁজ রায়হান মল্লিক স্থানীয় একটি মাদ্রাসা নুরানী ক্লাসে লেখা পড়া করতেন বলে জানিয়েছেন পরিবার। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট নিখোঁজের সন্ধানে কাজ করছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

