দিনাজপুরের পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের গ্র্যান্ড প্রিন্স থাই ও চাইনিজ রেষ্টুরেন্টে।
শুক্রবার (১৪ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীদের দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেয় ঢাকায় বসবাসরত কয়েক শত পার্বতীপুরবাসী।
জানা যায়,যেখানেই থাকি হৃদয়ে থাকুক পার্বতীপুর,যতদিন বাঁচি বাঁচুক প্রানে পার্বতীপুর" এই প্রতিপাদ্য কে সামনে রেখে দীর্ঘ দিনের পথ চলা পার্বতীপুর সমিতি ঢাকার। ঢাকায় বসবাসরত পার্বতীপুর বাসীদের নিয়ে গঠিত এই সমিতির সম্প্রতি গঠিত হয়েছে নতুন পরিচালনা কমিটি। এই কমিটির উদ্যোগেই এবারের দোয়া ও ইফতার মাহফিল। যা কিছুটা হলেও ব্যতিক্রম হয়েছে । সমিতির নতুন কমিটির সভাপতি মেজর (অবঃ) মোঃ মিজানুর রহমান মন্ডল ও সাধারন সম্পাদক মোঃ মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মাহমুদ গালিব ঢাকায় বসবাসরত সকল পার্বতীপুর বাসীকে দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। তাঁদের আমন্ত্রণে সারা দিয়ে পার্বতীপুরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মেজর (অবঃ) মিজানুর রহমান মন্ডল। বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার (অবঃ) মোজাম্মেল হক,ব্রিগেডিয়ার (অবঃ) আইনুল মোর্শেদ খান পাঠান,বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করর্পোশনের উপ ব্যবস্হাপনা পরিচালক নুর আলম সরদার,ব্যাংকার শাহ আলম, বড়পুকুরিয়া কয়লা খনি দাবী আদায় বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোঃ সোলায়মান সামি,ডাঃ মোঃ আব্দুল আহাদ প্রমুখ। উপস্থাপনায় ছিলেন বাদল। দোয়া পরিচালনা করেন তারিকুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি মেজর (অবঃ) মিজানুর রহমান মন্ডল,সাধারণ সম্পাদক মাহবুবর রহমান,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মাহমুদ গালিব প্রমুখ।
একুশে সংবাদ// এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

