দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়নের পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফি মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আব্দুল বাকী বাড়ি থেকে বাই-সাইকেল নিয়ে টিসিবির পণ্য কেনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে দিনাজপুর গামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে ফারুক আহমেদকে (২৪) আটক করে কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :