দেশব্যাপী ধর্ষণ ও ছিনতাইয়ের বিরুদ্ধে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইসলামপুর অডিটরিয়াম সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে থানার গেইটে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলা সভাপতি মানসূর আহমাদ আবির, উপদেষ্টা আলাল উদ্দিন, ইসলামপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া, সদস্য রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারীর শ্লীলতাহানি সমাজের জন্য লজ্জার এবং এটি রোধ করতে হবে। তারা ধর্ষণ ও ছিনতাই বন্ধ, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

-20231215141619.png) 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
