AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ বাতিলের দাবিতে মদনে মানববন্ধন


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৪:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ বাতিলের দাবিতে মদনে মানববন্ধন

মদন উপজেলার তিয়শ্রী হাওর উন্নয়ন উপ- প্রকল্পের তিয়শ্রী অংশে বরাদ্দ না দিয়ে তিয়শ্রী জিসি রাস্তা হতে দৌলতপুর ফেরিঘাট পর্যন্ত এলজিআরডির রাস্তায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক  বরাদ্দ বাতিলের দাবিতে  বোধবার (১২ ফেব্রুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।


বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিয়শ্রী দৌলতপুর জিসি রাস্তার, উপরে মদন উপজেলার তিয়শ্রী, বাইড়েউরা, শিবপাশা, দৌলতপুর বৈঠাকালি, বাস্তা, গ্রাম সহ বেশ কয়েক গ্রামের শতশত কৃষক ও কৃষক পরিবার, এলাকাবাসী এই মানব বন্ধন কর্মসুচিতে অংশ নেয়। উক্ত বাঁধ নির্মাণ নিয়ে এলাকায় চলছে উত্তেজনা যে কোন মুহূর্তে হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এলাকায় মানুষের দাবি  বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Displaying IMG_20250212_113748.jpg


মানববন্ধন কর্মসূচিতে তিয়শ্রী গ্রামের আজিম, নুরুল ইসলাম, লতিফ মিয়া, সৈয়দ আসাদুল্লাহ, সাবেক ইউপি ,সদস্য আহাদ মিয়া, বর্তমান ইউপি সদস্য মোতার হোসেন খান, বাইরে উড়া গ্রামের রায়হাননিয়া, মতি মিয়া, বৈঠা খালি, গ্রামের জসিম, বাস্তা গ্রামের পুতুল মিয়া, সহ স্থানীয় কৃষকরা বক্তব্য দেন ।


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরেও পানি উন্নয়ন বোর্ড  কৃষকের কথা না ভেবে তাদের ইচ্ছামতো তিয়শ্রী জিসি এলজিইডির আওতাভুক্ত রাস্তায়  প্রকল্প তৈরি করে বরাদ্দ নেয় ১১লক্ষ ৮২ হাজার টাকা । যা এলাকার মানুষদের কোন কাজে আসবে না লুটপাটের জন্য এটি করা হয়েছে । পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মুস্তাফিজুর রহমান ও স্থানীয় কিছু অসাধু ব্যক্তির  উদ্যোগে।


এ সময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত এর মাধ্যমে।


উল্লেখ্য যে এর আগে একাধিক অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার , নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন সমাধান না করেই জোরপূর্বক মাটি কাটছে বলে অভিযোগ করেন স্তানিয়, কৃষকরা।


স্মারকলিপিতে স্মারক করেন উক্ত এলাকার কৃষক যথাক্রমে  পাভেল মিয়া, হাদিস বেপারী, নজরুল, হিটার মিয়া , আহাদ মোড়ল, সৈয়দ আসাদুল্লাহ, রায়হান মিয়া, খোকন মিয়া, নূর মোহাম্মদ খান, মিজানুর রহমান খান সহ শতাধিক কৃষক।


একুশে সংবাদ////র.ন

Link copied!