মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে অবসরপ্রাপ্ত ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী।
সহকারী অধ্যাপক সিতাব আলী, তথ্য মন্ত্রণালয়ের উপ- পরিচালক সালাহ উদ্দিন ও প্রাক্তন ছাত্র মো: কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, প্রবীন শিক্ষক মো: খুরশিদ উল্লাহ, সংবর্ধিত ব্যক্তিত্ব ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মাশুক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুর ও আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো: এনামুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও প্রাক্তন ৪২ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মেজর মিজানুর রহমান ও এডভোকেট রবিউল ইসলাম।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :